
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এক মসজিদে একাধিক জামাত আদায় করা কাম্য নয়। তবে যদি পড়া হয়, তাহলে নামায আদায় হয়ে যাবে। তাই যারা জামাত পাবেন না, তারা বাসায় বা অন্যত্র জামাতে নামায় পড়ে নিবেন। বর্তমান অবস্থায় দ্বিতীয় জামাত করা থেকে দু’টি কারণে বিরত থাকা উচিত। যথা- ১. যেহেতু সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, তাই এভাবে দ্বিতীয়, তৃতীয় জামাত পড়তে থাকলে মসজিদে বেশি সংখ্যক লোকের আনাগোনা বৃদ্ধি পাবে। যা আইন শৃংখলা বাহিনীর দৃষ্টিগোচর হবে। ফলে সতর্কতা স্বরূপ সরকারের পক্ষ থেকে পুরো মসজিদ বন্ধ করে দেবার আদেশও জারী হতে পারে। তা’ই মসজিদে দ্বিতীয়, তৃতীয় জামাত না করাই উচিত। ২. এভাবে আমভাবে মসজিদে দ্বিতীয়, তৃতীয় জামাতের প্রচলন হয়ে গেলে জরুরী অবস্থা চলে গেলেও মামুলী কারণে মসজিদে দ্বিতীয় তৃতীয় জামাত পড়ার আদত হবার শংকা রয়েছে। তখন মানুষের মাঝে প্রথম জামাতের গুরুত্ব কমে যাবে। অথচ এক মসজিদে একাধিক জামাত শরীয়তে কাম্য নয়। হযরত আব্দুর রহমান বিন আবী বাকরা তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদীনার কোন এলাকা থেকে নামাযের উদ্দেশ্যে আগমন করলেন। এসে দেখেন সাহাবাগণ নামায আদায় করে ফেলেছেন। তখন তিনি তার বাড়ীতে চলে গেলেন। তারপর পরিবারের লোকদের একত্র করলেন এবং তাদের নিয়ে জামাতে নামায পড়লেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৪
- المعجم الأوسط, হাদীস নম্বর: ৪,৬০১
- আলমু’জামুল আওসাত, হাদীস নম্বর: ৪,৬০১
- আলমু’জামুল আওসাত, হাদীস নম্বর: ৬,৮২০
আনুষঙ্গিক ফতোয়া
- করোনা মহামারীর কারণে লকডাউন অবস্থায় জুমআ ও যোহর আদায় সম্পর্কে যা জানা জরুরী
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- ওজরের কারণে মসজিদের ছাদে জামাত করা
- এক মসজিদে একাধিক তারাবির জামাত
- ঘড়ির সময়সুচি মেনে মসজিদে জামাত করা এবং রাসূলের সুন্নত
- চারপাশে কবর থাকা অবস্থায় মাঝখানে নির্মিত মসজিদে নামায পড়ার হুকুম কি
- ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়া
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?