
প্রশ্ন
আমাদের দেশে কোন রাজনীতিবিদ বা সরকারী কোন বড় অফিসার মারা গেলে তার লাশ বা কফিনের উপর ফুলের মালা দ্বারা শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এটা শরী‘আতের দৃষ্টিতে বৈধ কি-না ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মৃত ব্যক্তিকে ফুলের মালা বা তোড়ার মাধ্যমে যে শ্রদ্ধা প্রদর্শন করা হয়, শরী‘আতের দৃষ্টিতে তার কোন ভিত্তি নেই। কেন নবী-রাসূল, সাহাবায়ে কিরাম, তাবিঈন বা কোন বুযুর্গের লাশকে এমন শ্রদ্ধা প্রদর্শন করার কোন প্রমাণ নেই। এতে যদি মৃত ব্যক্তির কোন উপকার হতো, তাহলে অবশ্যই নবী-রাসূল ও বুজুর্গানে দীন এর নির্দেশ দিতেন। যেহেতু শরী‘আতে এর কোন অস্তিত্ব নেই, অতএব পরিত্যায্য। মৃত ব্যক্তির জন্য ইস্তিগফার, তিলাওয়াত ও দু‘আয়ে মাগফিরাত করা এবং তার কবর যিয়ারতের উদ্দেশ্যে হাজির হওয়া এটাই তার প্রতি শ্রদ্ধা প্রকাশের উত্তম ও একমাত্র পদ্ধতি।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া রহিমীয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৯৮
- ফয়জুল বারী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১১
আনুষঙ্গিক ফতোয়া
- এপ্রিল ফুল পালন করা ও এপ্রিল ফুলের ইতিহাস
- কবরের গভীরতা ও বাঁশের উচ্চতা
- কবরে গাছের ডাল গাড়া
- মেয়েদের চুল কাটা প্রসঙ্গে
- বরই পাতা দিয়ে লাশ গোসল দেয়া
- যাকাত আদায়ের সময়ে হাতে আসা অতিরিক্ত টাকারও কি যাকাত দিতে হবে
- কুরআনের আয়াত সম্বলিত গিলাফ দ্বারা মৃতব্যক্তির লাশ আবৃত করা
- সঙ্গত কারণে আগে বাসা ছাড়লে পূর্ণ মাসের ভাড়া প্রদান