কসম-মান্নত Fatwa Cover

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে শপথ

মাসিক আল কাউসারকসম-মান্নত


প্রশ্ন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে শপথ করলে শপথ হবে কি না? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, এভাবে কালিমা পড়ে শপথ করলে তা শরীয়তের দৃষ্টিতে কসম বলে গণ্য হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৭১৫