
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শরীয়তে জামা‘আতের সাথে নামায পড়ার উপর খুবই গুরুত্ব দেয়া হয়েছে। যার ভিত্তিতে অন্যান্য মাযহাবে জামা‘আতে হাজির হওয়া ফরজ বলা হয়েছে। হানাফী মাযহাবে জামা‘আতে নামায পড়া ওয়াজিব এবং জামা‘আত তরককারীদের ব্যাপারে শরী‘আতে কঠোর হুঁশিয়ারী এসেছে। এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন- আমার ইচ্ছা হয় কাউকে আযান দিয়ে নামায পড়াতে বলি এবং একদল যুবককে লাকড়ী সংগ্রহ করতে বলি, তারপর যারা আযান শোনার পরেও মসজিদে নামায পড়তে আসল না, তাদের ঘর-বাড়ী জ্বালিয়ে দেই। কিন্তু বয়োবৃদ্ধ, শিশু ও মহিলাদের খাতিরে তা করি না। সুতরাং আপনি আপনার মত দ্বীনদার লোকদের নিয়ে নিকটবর্তী স্থানে একটি পাঞ্জেগানা মসজিদ তৈরির চেষ্টা করুন এবং ওয়াক্তে একটু ক্ষতি হলেও জামা‘আতে শরীক হতে চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার বেচাকেনা ও লাভ কম হবে না। আর যেসব ওয়াক্তে বেশী অসুবিধা হয়, সেসকল ওয়াক্তে দোকানে ২/১ জন লোক নিয়ে জামা‘আত করে নামায পড়ে নিন।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ৭, পৃষ্ঠা: ১৪৫
- দারুল উলূম, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬৩
- শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫১৯