
প্রশ্ন
যেহেতু মুফতী সাহেবরা ফাতাওয়া দিয়ে থাকেন তাহলে কী দন্ডবিধি বাস্তবায়ন করা তাদের দায়িত্ব?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আমাদের এ বিষয়টিও স্মরণ রাখতে হবে যে, রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে ফাতাওয়া প্রয়োগ ও বাস্তবায়নের ন্যস্ত থাকে সরকারের উপর। আর রাষ্ট্র ইসলামী না হলে শরঈ দন্ডবিধি বাস্তবায়ন মুফতীর দায়িত্ব নয়। মুফতী সাহেব শুধু শরঈ সিদ্ধান্ত দিতে পারবেন। বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। বাংলাদেশে কোন কোন অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত লোক যিনা-ব্যভিচারের দন্ড বাস্তবায়নের বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটিয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছে অথচ দোষ চাপানো হয়েছে মুফতী ও আলেম সমাজের উপর। এটা কোন ক্রমেই কাম্য নয়।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- জুম‘আর নামাযের জন্য সায়ী করা
- প্রভিডেন্ট ফান্ড বিষয়ক শরয়ী সমাধান জানতে চাই
- ইসলামের দৃষ্টিতে মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী
- শরয়ী বিয়ে হওয়ার জন্য শর্ত কি কি
- মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো
- ফতোয়ার কার্যকারিতা
- মেয়ে পক্ষ থেকে বিদেশ পাঠানোর শর্তে বিবাহ
- শরয়ী মাসআলা ইস্তিম্বাত তথা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হবার জন্য কি কি শর্ত আবশ্যক