
প্রশ্ন
বাজারে কুরবানীর গরু কিনতে গেলে দেখা যায়, কোনো কোনো গরুর জন্মগতভাবেই শিং থাকে না, তবে কুরবানীর বয়স হয়েছে। কোনো কোনো গরুর শিং-এর অগ্রভাগ ভাঙ্গা থাকে। জানার বিষয় হল, এ দু ধরনের গরু দ্বারা কুরবানী করলে তা সহীহ হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যে পশুর শিং ওঠেনি সে পশু দ্বারাও কুরবানী করা জায়েয। কুরবানী সহীহ হওয়ার জন্য শিং থাকা জরুরি নয়। তদ্রূপ যে পশুর শিংয়ের অগ্রভাগ ভেঙ্গে গেছে তা দ্বারাও কুরবানী করা জায়েয। হুজ্জিয়াহ ইবনে আদী বলেন, আমি আলী রা.কে জিজ্ঞাসা করলাম, শিং ভাঙ্গা পশু দ্বারা কুরবানী করার বিধান কী? তিনি বললেন, এতে অসুবিধা নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৭৬
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩২৩
- জামে তিরমিযী,, হাদীস নম্বর: ১,৫০৩
আনুষঙ্গিক ফতোয়া
- কোন কোন পশু দ্বারা কুরবানী আদায় হয়
- আঘাতপ্রাপ্ত পশু কোরবানি দেওয়া
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- অংশীদারিত্বের কুরবানী
- কুরবানি ওয়াজিব হয়নি এমন ব্যক্তির কুরবানির পশু মারা গেলে করণীয়
- কুরবানীর পশু ক্রয় করার তা পর মারা গেলে বা চুরি হয়ে গেলে করণীয়
- অন্যের পক্ষে থেকে কুরবানী
- হারাম টাকা উপার্জনকারীর সাথে কুরবানী দেয়ার হুকুম কি