বিবাহ-তালাক Fatwa Cover

শ্বাশুরীর সাথে জিনা করলে স্ত্রী হারাম হয়ে যায় কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক


প্রশ্ন

একলোক তার শাশুড়ির সাথে অনৈতিক কাজ করেছে। তার স্ত্রী কি তার আছে নাকি তালাক হয়ে গেছে? তার জন্য শরীয়তের বিধান কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শ্বাশুড়ীর সাথে যিনা করার দ্বারা তার স্ত্রী স্বামীর জন্য আজীবনের জন্য হারাম হয়ে গেছে। এখন আর স্বামী স্ত্রী একসাথে আর কখনোই থাকতে পারবে না। উভয়ে এখনি আলাদা হয়ে যেতে হবে। আর কখনো তাদের পরস্পর একত্রিত হওয়া জায়েজ নয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • إعلاء السنن, খন্ড: ১১, পৃষ্ঠা: ১৩১
  • إعلاء السنن, খন্ড: ১১, পৃষ্ঠা: ১৩২