
প্রশ্ন
আমরা তিন ভাইয়ের দুই জন চাকরিজীবী এবং সচ্ছল। আর আমি পড়ালেখা করছি। আমার এক বিবাহিতা বোন আছে। তার পরিবারও সচ্ছল। আমার পিতা নিজের পক্ষ হতে সকলের ওয়াজিব কুরবানী আদায় করতে চান। শরীয়তে কি এর অনুমতি আছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, আপনার পিতা আপনাদের পক্ষ হতে কুরবানী করলে তা সহীহ হবে এবং আপনাদের ওয়াজিব কুরবানী আদায় হয়ে যাবে। আমাদের সমাজে পিতা কর্তৃক সন্তানদের কুরবানী ও ফিতরা দিয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে। তাই এক্ষেত্রে ভিন্ন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে যদি কোনো এলাকায় এমন রেওয়াজ না থাকে এবং সন্তান পিতার সাথে একান্নভুক্তও না হয় তাহলে সেক্ষেত্রে পিতা সন্তানের পক্ষ থেকে কুরবানী করলে সন্তানের অনুমতি নিয়ে নিবেন বা সন্তানদের অবগত করবেন। এতেই সকলের কুরবানী আদায় হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৭৩
- ফাতাওয়া কাযীখান, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৪৫
- ফাতাওয়া বায্যাযিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ২৯৫
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩১৫
আনুষঙ্গিক ফতোয়া
- সন্তানের ফিতরার টাকা পিতার দিয়ে দেওয়া
- এক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিনা
- কুরবানীর একভাগ ইছালে সওয়াব এর উদ্দেশ্যে রাখা
- অন্যের পক্ষে থেকে কুরবানী
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- মায়ের উপর সন্তানের ফিতরার দায়ীত্ব
- এক কুরবানী পরিবারের সবার পক্ষ থেকে হয়ে যায় মর্মে সহীহ মুসলিমে হাদীস আছে