
প্রশ্ন
আমার তিন সন্তান। ২৪ ও ১৮ বছর বয়সী দুই ছেলে এবং ৫ বছর বয়সী এক মেয়ে। বিগত বছরগুলোতে ঈদের আগে আমি ৩ সন্তান ও স্ত্রীসহ আমাদের ৫ জনের ফিতরা আদায় করে আসছি। গত রমযানে ঈদের আগের জুমায় খতীব সাহেব ফিতরার বিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, পিতার উপর তার প্রাপ্ত বয়ষ্ক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়। বিষয়টি আমি এই প্রথম শুনলাম। তাই মুহতারামের কাছে আমি খতীব সাহেবের উক্ত বক্তব্যের যথার্থতা সম্পর্কে জানতে চাচ্ছি। আমার জন্য কি আসলেও আমার প্রাপ্তবয়ষ্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা দেয়া ওয়াজিব নয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এতদিন আপনি স্ত্রী-সন্তানের পক্ষ থেকে যে ফিতরা আদায় করে আসছেন তা সহীহ হয়েছে। প্রাপ্ত বয়স্ক সন্তানদেরটাও আদায় হয়েছে। তবে উক্ত খতীবের একথা ঠিক যে, বালেগ সন্তানদের ফিতরা আদায় করা পিতার জন্য আবশ্যক নয়। অবশ্য পিতা তাদের পক্ষ থেকে ফিতরা দিয়ে দিলে আদায় হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আছল, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৫
- মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৫০
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৮৬
- আলজাউহারাতুন নায়্যিরা, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭১
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৬৩
আনুষঙ্গিক ফতোয়া
- যাকাত ও সদকায়ে ফিতিরের টাকা আত্মীয়দের বা মসজিদ নির্মাণে প্রদান করার বিধান
- মায়ের উপর সন্তানের ফিতরার দায়ীত্ব
- ঋণের টাকা দ্বারা যাকাত আদায়
- নাবালক সন্তানের টাকা ব্যাবহার করা
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- সচ্ছল সন্তানদের পক্ষ থেকে পিতার কুরবানি দেওয়া
- পীর-ওলীদের, সন্তান দেয়া প্রসঙ্গ