
প্রশ্ন
আমরা জানি, সন্তান ভূমিষ্ট হওয়ার সপ্তম দিন চুল কাটা, আকীকা এবং নাম রাখতে হয়। আমার জানার বিষয় হল, এ তিনটির মধ্যে কোনটি আগে আর কোনটি পরে করতে হয়। এক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করার কোনো নিয়ম শরীয়তে আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এই তিনটি কাজের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি নয়। আগে পরে যেভাবেই করা হোক তা আদায় হয়ে যায়। তবে সন্তানের মাথার চুল কাটার আগে আকীকা করা মুস্তাহাব। হযরত ইবনে জুরাইজ রাহ. বলেন, বাচ্চার মাথার চুল কাটার পূর্বে যবাই করবে। (মুসান্নাফ আবদুর রাযযাক, ৪/৩৩০) আর আকীকার আগে বা পরে এমনকি সপ্তম দিনের আগেও সন্তানের নাম রাখা যায়। তবে আকীকা করার আগেই নাম রেখে নেওয়া উত্তম। তাবেয়ী কাতাদাহ রাহ. বলেন, প্রথমে বাচ্চার নাম রাখা হবে। অতপর সপ্তম দিন (পশু) যবাই করা হবে এবং এরপর মাথা মুন্ডানো হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৩৩
- কিতাবুল মাজমূ’, খন্ড: ৪, পৃষ্ঠা: 407,
- আলমুফাসসাল ফী আহকামিল, পৃষ্ঠা: আকীকাহ
- তুহফাতুল মাওদূদ বিআহকামিল মাওলূদ 86,, পৃষ্ঠা: ৯৯
- আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ৩৯৭
আনুষঙ্গিক ফতোয়া
- আকীকার হুকুম, সময় ও বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর করণীয়
- মৃত অবস্থায় জন্ম বা জন্মের পর মৃত্যুতে জানাযা ও দাফন-কাফন
- পীর-ওলীদের, সন্তান দেয়া প্রসঙ্গ
- সচ্ছল সন্তানদের পক্ষ থেকে পিতার কুরবানি দেওয়া
- অপ্রাপ্ত বয়স্ক সন্তানের যাকাত
- মৃত বাচ্চা জন্ম নিলে তার জানাযা পড়া লাগবে কি না
- পিতা-মাতা একজন মুসলমান ও একজন কাফির হলে সন্তানের জানাযা
- মায়ের উপর সন্তানের ফিতরার দায়ীত্ব