
প্রশ্ন
কোনো ব্যক্তি রমযানের দিনে সফর করার ইচ্ছা করেছে। রোযা রাখা কষ্টকর হবে ভেবে এবং সফরকালে রোযা না রাখার সুযোগ আছে বলে সে ঐ দিনের রোযার নিয়ত না করে সকাল বেলা পানাহার করে সফরে বের হয়। এভাবে সফর শুরুর পূর্ব থেকে রোযা না রাখা বৈধ হয়েছে কি না? আর এ অবস্থায় তার নাকি শুধু কাযা করা ওয়াজিব হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এভাবে সফর শুরুর আগে থেকেই রোযা না রাখাটা বৈধ হয়নি। এজন্য তাকে ইস্তিগফার করতে হবে। কেননা সফরের কারণে রোযা না রাখার সুযোগ তখন প্রযোজ্য হবে যখন দিনের শুরু অর্থাৎ সুবহে সাদিকের সময়ই মুসাফির থাকে। তবে এ ক্ষেত্রে তার উপর কাফফারা আসবে না। ঐ দিনের জন্য শুধু একটি রোযা কাযা করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯১
- আননাহরুল ফায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ২৮৮
আনুষঙ্গিক ফতোয়া
- অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয়
- অসুস্থতার কারণে রোযা না রাখা
- রোজা রেখে সফরের ওজরে ভাঙ্গা যাবে কিনা
- বার্ধক্যজনিত কারণে রোযা রাখতে অক্ষম হলে করণীয়
- রোযা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কী
- গর্ভবতী নারী রোযা ভেঙ্গে ফেললে পরবর্তীতে তার কতটি রোযা কাযা করতে হবে ফিদিয়া দিলে হবে কি
- অসুস্থতার কারণে রোজা না রেখে এতেকাফে বসা
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা