
প্রশ্ন
আমরা একটি সমিতি করেছি। সকল সদস্য নির্ধারিত তারিখেই সমিতির মাসিক চাঁদা আদায় করে দেয়। এর জন্য এ নিয়ম করেছি যে, নির্ধারিত তারিখের ভেতর চাঁদা আদায় না করলে বিলম্ব মাশুল বা জরিমানা দিতে হবে। এখন জানার বিষয় হল, আমাদের এ পদ্ধতিটি শরীয়তসম্মত কি না? এ টাকা সমিতির সকল সদস্যের কল্যাণে ব্যয় করা যাবে কি না? জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সমিতির মাসিক/বার্ষিক চাঁদা নির্ধারিত তারিখে আদায় না করার কারণে বিলম্ব মাশুল হিসেবে অতিরিক্ত টাকা গ্রহণ করা বৈধ নয়। সমিতির কাজে ঐ টাকা ব্যয় করা যাবে না; বরং এভাবে কারো থেকে টাকা গ্রহন করে থাকলে তা ফিরিয়ে দেওয়া আবশ্যক। উল্লেখ্য, সকল সদস্য যথাসময়ে যেন সমিতির মাসিক চাঁদা আদায় করে দেয় এর জন্য এভাবে শর্ত করা যেতে পারে যে, প্রতি মাসে নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা আদায় না করলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। (সেক্ষেত্রে ঐ সদস্যকে লাভসহ তার মূলধন ফেরত দিতে হবে।) অথবা এ নিয়ম করা যেতে পারে যে, কোনো চাঁদা বিলম্বে আদায় করলে বিলম্বকালীন সময়ের ঐ পরিমান টাকার লাভ থেকে তাকে বঞ্চিত করা হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহু মাআনিল আছার, খন্ড: ২, পৃষ্ঠা: ৮২
- নুখাবুল আফকার, খন্ড: ৮, পৃষ্ঠা: ৫৭
- ইলাউস সুনান, খন্ড: ১১, পৃষ্ঠা: ৬৮৮
- ফাতহুল কাদীর, খন্ড: ৫, পৃষ্ঠা: ১১২
- রদ্দুল মুহতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ৬১
আনুষঙ্গিক ফতোয়া
- মাইয়েতের গোসল, কাফন-দাফন, জানাযা ইত্যাদি বিলম্ব করা
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব
- রোগ কি আসলেই ছোঁয়াচে?
- যাকাত গ্রহণের অযোগ্য ব্যক্তিকে যাকাত দিয়ে দিলে করনীয়
- প্রচলিত দোকান-মালিক সমিতি শরীয়ত সম্মত কিনা
- ফজরের পর নিষিদ্ধ সময়ের পরিমাণ
- ফরয নামাযের পর সুন্নাত আদায়ে বিলম্ব করা
- ইমাম ভুল করলে মুক্তাদীদের লুকমা দেয়ার বিধান কি দুই সেজদার মাঝে কতটুকু বিলম্ব করলে মুক্তাদী লুকমা দিবে