
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কোনো ওয়ারিশের (অর্থাৎ মৃত ব্যক্তির সম্পদে যারা এমনিতেই অংশ পায়) জন্য ওসীয়ত করা শরীয়তসম্মত নয়। ওসীয়ত করলেও তা কার্যকর হবে না। অবশ্য যেসব ব্যক্তি ওয়ারিশ নয় তাদের জন্য ওসীয়ত করা যাবে। কেউ করলে তা সম্পদের এক তৃতীয়াংশ থেকে কার্যকর করা জরুরি হবে। বিশিষ্ট সাহাবী আবু উমামা বাহিলী রা. বলেন, বিদায় হজ্বের ভাষণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়েছেন। অতএব ওয়ারিশের জন্য ওসীয়ত করা যাবে না। অন্য বর্ণনায় আছে, ওয়ারিশের জন্য ওসীয়তের বিধান নেই। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচা তার মামার জন্য যে ওসীয়ত করেছেন তা সহীহ হয়েছে, কিন্তু সন্তানের জন্য ওসীয়ত করা শরীয়তসম্মত হয়নি। তাই তা কার্যকর হবে না। প্রকাশ থাকে যে, সন্তান এবং অন্যান্য ওয়ারিশের জন্য ওসীয়ত করা যদিও সহীহ নয় তা সত্ত্বেও কেউ যদি করে এবং অন্যান্য সকল ওয়ারিশ যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তারা সকলে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ঐ ওসীয়তকে কার্যকর করতে চায় তবে তাদের জন্য তা করা জায়েয হবে। হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারিশের জন্য ওসীয়ত করা কার্যকর নয় তবে অন্যান্য ওয়ারিশরা যদি অনুমতি দেয় তবে তা বৈধ হবে। আরো প্রকাশ থাকে যে, ওয়ারিশের জন্য ওসীয়ত যেহেতু কার্যকর হয় না তাই সন্তানের জন্য ওসীয়তকৃত জমিটি সকল ওয়ারিশের উত্তরাধিকার সম্পত্তি বলে গণ্য হবে। আর প্রশ্নের বিবরণ অনুযায়ী মামার জন্য ওসীয়তকৃত জমিটি যেহেতু ওসীয়তকারীর সমুদয় সম্পত্তির এক তৃতীয়াংশের কম তাই ওসীয়ত অনুযায়ী তা তারই প্রাপ্য হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসনাদে আহমদ, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৮৬
- সুনানে দারাকুতনী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৯৮
- সুনানে বায়হাকী, খন্ড: ৬, পৃষ্ঠা: ২৬৩
- জামে তিরমিযী, হাদীস নম্বর: ২,১২৬
- জামে তিরমিযী, হাদীস নম্বর: ২,০২২
- সুনানে ইবনে মাজাহ, হাদীস নম্বর: ২,০০৮
আনুষঙ্গিক ফতোয়া
- মক্কায় অবস্থানরত ব্যক্তির দ্বারা বদলি হজ্ব করানো
- অসিয়ত সহীহ হওয়ার জন্য শর্ত
- মিরাশী সম্পত্তি ভাগের অসিয়ত
- বেনামাযী মৃত ব্যক্তির জন্য ওয়ারিসদের করণীয়
- হজ্বের টাকা জমা রেখে ইন্তেকাল করলে করণীয়
- ওসিয়ত ছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ্ব আদায় করা
- স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরজ হওয়ার জন্য সম্পদের পরিমাণ
- কোন ধরণের সম্পদের উপর কুরবানী ওয়াজিব, কুরবানীর দিনসমূহে নেসাবের মালিকের হাতে টাকা না থাকলে করণীয় কী