বিবিধ Fatwa Cover

সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা

ইসলামী জিন্দেগীবিবিধ


প্রশ্ন

গোসলখানায় সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়িয আছে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে গোসলখানায় বেপর্দা হওয়ার আশংকা নেই, তথায় একাকী উলঙ্গ অবস্থায় গোসল করা যদিও জায়িয, কিন্তু উলঙ্গ অবস্থায় গোসল না করাই উত্তম। কেননা এটা তাকওয়ার খেলাপ। হাদীস শরীফে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “আল্লাহ তা‘আলা লজ্জাশীল ও গোপনীয়তা রক্ষাকারী এবং লজ্জা ও গোপনীয়তাকে ভালবাসেন। সুতরাং তোমরা পর্দার সাথে গোসল কর।”

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া আব্দুল হাই,, খন্ড: , পৃষ্ঠা: ১৬৫
  • ফাতওয়ায়ে দারুল উলূম,, খন্ড: , পৃষ্ঠা: ১৪৮
  • শরহে মুনিয়্যা, পৃষ্ঠা: ৫১