
প্রশ্ন
আমাদের এলাকায় সরিষার বিনিময়ে সরিষার তেল আদানপ্রদান করা হয়। এককেজি সরিষা দিলে ২০০ গ্রাম তেল দেয়। মিলে গিয়ে ভাঙ্গানো ঝামেলা, তাই এমন কারবারের প্রচলন হয়েছে। এককেজি সরিষা ভাঙ্গালে প্রায় ২২০ থেকে ২২৫ গ্রাম তেল হয়। এখন জানতে চাই, আমাদের এলাকার কারবারটি বৈধ কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনাদের এলাকার ওই কারবারটি বৈধ নয়। তা সুদি কারবারের অন্তর্ভুক্ত। কারণ সরিষার বিনিময়ে সরিষার তেল নিতে চাইলে সরিষা ভাঙ্গালে যতটুকু তেল পাওযা যাবে তার চেয়ে বেশি তেল দিয়ে লেনদেন করতে হবে। তাই এক কেজি সরিষার বিনিময়ে ২২০ বা ২২৫ গ্রামের বেশি তেল দিতে হবে। যেন সরিষার মধ্যে যতটুকু তেল আছে সেটারও বিনিময়ে সমপিরিমাণ তেল হয়ে যায়। আর অতিরিক্ত যতটুকু থাকবে তা খোলের পরিবর্তে হয়ে যায়। এক্ষেত্রে আপনারা সরিষা ও তেলে লেনদেন না করে উভয়টি টাকার মোকাবেলায় বেচাকেনা করতে পারেন। অর্থাৎ সরিষার দাম নির্ধারণ করে টাকায় তা বিক্রি করবেন। এর পর তা দ্বারা তেল ক্রয় করবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৩৫
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪১৩
- ফাতহুল কাদীর, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৬৬
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৮৪
আনুষঙ্গিক ফতোয়া
- তারাবির ইমামতি করে বিনিময় গ্রহণ
- জানাযার নামায পড়িয়ে বিনিময় গ্রহণ
- খতম তারাবীর বিনিময়ে হাদিয়া গ্রহণ
- টাকার বিনিময়ে মসজিদে ই’তিকাফে বসানো
- জানাযার নামায পড়িয়ে বিনিময় গ্রহন
- স্ত্রী স্বামী থেকে টাকার বিনিময়ে (খোলা) তালাক নিতে পারবে কি না
- ওযুর অঙ্গে তেল বা লোশন লেগে থাকলে করনীয়
- রোযা ও তারাবীহের সাওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ