
প্রশ্ন
জনৈক ব্যক্তি ত্রিশ হাজার টাকা দেনমোহর ধার্য করে একটি মেয়েকে বিয়ে করে এবং তার সাথে বাসর হয়। তবে তাদের মধ্যে স্বামী-স্ত্রী সূলভ কোনো আচরণ হয়নি। এ অবস্থায় লোকটি তাকে তালাক দেয়। জানতে চাই, মেয়েকে কি ইদ্দত পালন করতে হবে এবং ঐ ব্যক্তিকে কি মোহর দিতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু বাসর হওয়ার পর তালাক দেওয়া হয়েছে তাই মেয়েটির উপর ইদ্দত পালন করা জরুরি এবং লোকটির উপর পূর্ণ মোহর (ত্রিশ হাজার টাকা) দেওয়াও জরুরি। কেননা, ইদ্দত হওয়া এবং পূর্ণ মোহর প্রাপ্তির জন্য স্বামী-স্ত্রী সুলভ আচরণ শর্ত নয়; একত্রে নির্জন কক্ষে অবস্থানই যথেষ্ট।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ৯, পৃষ্ঠা: ২০৬
- ইলাউস সুনান, খন্ড: ১১, পৃষ্ঠা: ৮৯
- হিদায়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪৫
- ফাতহুল কাদীর, খন্ড: ৩, পৃষ্ঠা: ২১৬
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৪৬
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৫১
আনুষঙ্গিক ফতোয়া
- তালাকপ্রাপ্তা মহিলার মোহরের হুকুম কি সে কি নিতে পারবে
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- তালাক সংক্রান্ত ফতোয়া জানার আবেদন
- মোহর আদায় করলে যদি যাকাতের নেসাব থেকে কমে যায় সেক্ষেত্রে করণীয়
- মোহরের উপযোগী বস্তু
- দুষ্টুমী করে তালাক দিলে কি তা পতিত হয় না
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া
- বিয়ের সর্বনিম্ন মোহর এবং মোহরে ফাতেমীর পরিমাণ প্রসঙ্গে