
সাতজনে মিলে এক বকরীতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কুরবানী দেয়ার হুকুম কী
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•কুরবানী ও আকিকা•
প্রশ্ন
সাতজন মিলে একটা ছাগল ক্রয় করে রাসুল সা. এর নামে কুরবানী করলো, এখন প্রশ্ন হলো এ কুরবানীর শুদ্ধ হবে কিনা?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এভাবে কুরবানী দিলে তা শুদ্ধ হবে না। যদি এমন হতো যে, ছয়জন মিলে একটি গরুতে অংশিদার হয়, তাহলে ছয়জনের জন্য আলাদা ভাগ থাকার পর অতিরিক্ত ভাগ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে প্রদান করে, তাহলে কুরবানী শুদ্ধ হবে। কিন্তু এক অংশে একাধিক ব্যক্তি শরীক হয়ে কুরবানী দিলে, যাদের এককভাবে আলাদা কোন অংশ নেই, তাহলে এর মাধ্যমে কুরবানী আদায় হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- الفتاوى الهندية, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩০৪
- تبيين الحقائق, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩
- هداية, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪২৯
- رد المحتار, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩০৫
- البحر الرائق, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৭৭
আনুষঙ্গিক ফতোয়া
- হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘামের সুবাস
- তেলাওয়াতের সময় নবীজী সা.-এর নাম এলে দুরুদ পড়ার হুকুম
- নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো জীবিত?
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব
- অংশীদারিত্বের কুরবানী
- তিলাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম-এর নাম এলে দুরুদ পড়া