
প্রশ্ন
জুম‘আর সানী আযানের জওয়াব দেয়া ও দু‘আ পড়া জায়িয আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জুম‘আর সানী আযানের জওয়াব ও তার দু‘আ মুখে দেওয়া মাকরূহ। হ্যাঁ, মনে মনে দিতে পাড়বে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৫৮
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১২৫
- মাবসূত, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯