
প্রশ্ন
যদি কোন ব্যক্তি হজ্জ রত অবস্থায় কা’বা ঘর তাওয়াফ না করে এবং সাফা-মারওয়া না দৌড়ায়, তা হলে ঐ ব্যক্তির হজ্জ আদায় হবে কি-না? আমরা জানতে পারলাম, যারা পূর্বে উমরা করেছে তারা তাওয়াফ ও সাফা-মারওয়া না দৌড়ালেও চলবে এবং হজ্জের বাকী সম্পূর্ণ কাজ আদায় করলে তার হজ্জ আদায় হবে। তা কতটুকু ঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হজ্জ পালনকারীদের জন্য বাইতুল্লাহ তাওয়াফ করা এবং সাফা-মারওয়া সাঈ করা জরুরী। তাওয়াফ ফরয এবং সাঈ ওয়াজিব। উমরার তাওয়াফ ও সাঈ হজ্জের তাওয়াফ ও সাঈর জন্য যথেষ্ট নয়। হজ্জের জন্য আলাদা ভাবে তাওয়াফ ও সাঈ করতে হবে। এছাড়া হজ্জ সম্পূর্ণ হবে না। সুতরাং আপনারা যা শুনছেন, তা ভিত্তিহীন।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৬৭
আনুষঙ্গিক ফতোয়া
- গায়রে মাহরামের সাথে হজ্ব করলে কি হজ্ব আদায় হয় না
- গায়রে মাহরামের সাথে হজ্জের সফর করা
- স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরজ হওয়ার জন্য সম্পদের পরিমাণ
- মহিলাদের হজ্বের সফরের জন্য মাহরাম না থাকলে করণীয় কি
- স্বামীর ইন্তেকালে ইদ্দত পালন
- পিতার মৃত্যুতে শোক পালন
- তাওয়াফ করার পর তার ঋতুস্রাব শুরু হয়ে গেলে করণীয়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা