নামায Fatwa Cover

সামনে খালি রেখে পিছনে কাতার করা

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

কাতারে একা একা দাঁড়ানোতে কোন ক্ষতি আছে কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সামনের কাতারে দাঁড়ানোর মত খালি জায়গা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ্। যারা সামনের কাতার পুরা না করে পিছনের কাতারে দাঁড়ায়, তাদের নামায মাকরূহে তাহরীমী হবে। যদি কোন আগন্তুক মুসল্লী এরূপ কাতার দেখে, তাহলে তার উচিত- পিছনের কাতার ভেদ করে সামনের খালি জায়গা পূর্ণ করা। আর যদি সামনের কাতারে খালি জায়গা না থাকে, তাহলে সে মাসআলা জানে এমন কোন ব্যক্তিকে সামনের কাতার থেকে টেনে আনবে। এমন লোক যদি না পাওয়া যায়, তাহলে একাই এক কাতারে দাঁড়াবে, যাতে কোন ধরনের ফিতনা না হয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪২
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৫
  • ফাতওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৮৮