সভ্যতা ও সংস্কৃতি Fatwa Cover

সামনে চুল বড় রেখে কাটার হুকুম

মাসিক আল কাউসারসভ্যতা ও সংস্কৃতি


প্রশ্ন

ছেলেদের সামনের চুল বড় রেখে পিছনের চুল ছোট রাখা কিংবা সম্পূর্ণ মাথার চুল সমান রেখে সাইডে ক্ষুর দিয়ে কাটা জায়েয আছে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাথার সামনের দিকে চুল বড় রেখে পিছন বা মাথার পাশের চুল ছোট করে রাখা যদিও নাজায়েয নয় তবে তা নেক লোকদের রীতিবিরোধী। তাই এ থেকে বিরত থাকা উচিত। আর পুরো মাথার চুল সমান করে কেটে ঘাড় ও কানের পাশের চুলের মাথা সমান করার জন্য ক্ষুর ব্যবহার করার অবকাশ আছে। উল্লেখ্য, চুলের ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করা যেতে পারে। ১. বাবরি চুল রাখা। অর্থাৎ কানের লতি পর্যন্ত ঘাড়ের অর্ধেক পর্যন্ত, অধিক লম্বা হয়ে গেলে কাধের কাছাকাছি পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বাবরি চুল রেখেছেন। ২. পুরো মাথার চুল মুন্ডিয়ে ফেলা। ৩. পুরো মাথার চুল সমানভাবে ছোট করে রাখা।

- والله اعلم باالصواب -

সুত্র

  • কিতাবুত তারাজ্জুল, ইমাম আহমদ ইবনে হাম্বল, পৃষ্ঠা: ৭৭
  • বাযলুল মাজহূদ, খন্ড: ১৭, পৃষ্ঠা: ৮৩
  • ফাতহুল বারী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৭৮
  • তালিফাতে রশীদিয়া, পৃষ্ঠা: ৪৮৪
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৪