
প্রশ্ন
অনেক সময় দেখা যায়- কিছু কিছু মুক্তাদী, ইমামের সালাম ফিরানোর পরেই কাতার থেকে পিছনের দিকে সরে বসে। এতে কোন অসুবিধা আছে কিনা?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সালাম ফিরানোর পরে কাতার থেকে সরে বসলে, এতে কোন গুনাহ হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ২৫৯
আনুষঙ্গিক ফতোয়া
- সামনে খালি রেখে পিছনে কাতার করা
- সামনের কাতারে ফাকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো
- পিছনের কাতারে একাকী দাঁড়ানো।
- সামনের কাতার থেকে মুসল্লিকে সরিয়ে বসা
- প্রথম কাতারে মাসবূক থাকা অবস্থায় ইমাম সাহেবের মুসল্লিদের দিকে ফিরে বসা
- তাশাহুদ শেষ করার পর সালাম ফিরানোর আগে অজু ভেঙ্গে গেলে নামাযের হুকুম কি
- কাতারে দাগ রাখার উদ্দেশ্য
- সালাম ফিরানোর পর রাকা‘আত বা কুনূতের ব্যপারে সন্দেহ হলে