
প্রশ্ন
চামড়ার মোজার নীচে যদি সুতি বা পশমের মোজা পড়া হয় তাহলে সে চামড়ার মোজার উপর মাসাহ জায়িয হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
চামড়ার মোজার নীচে যদি সুতি বা পশমের মোজা পড়া হয়, তাহলে সে চামড়ার মোজার উপরও মাসাহ করা জায়িয হবে । এতে কোন অসুবিধা হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আল বাহরুর-রায়িক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১৫
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৫
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৪