
প্রশ্ন
যে ব্যক্তি সুদী ব্যাংক বা ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরী করে, এমন ব্যক্তির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কেই কুরবানীর তাদের কুরবানী সহীহ হবে কি-না জানতে ইচ্ছুক।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সুদী ব্যাংক বা ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরী করা হারাম। এর বিনিময়ে প্রাপ্ত অর্থও হারাম। এ ধরনের চাকুরী যারা করে তাদের জন্য হালাল ব্যবস্থা গ্রহণের নির্দেশ এসেছে এবং সে ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইস্তিগফারের সাথে এ চাকুরীর অনুমতি দেওয়া হয়েছে। যাতে করে তারা মারাত্মক কোন সমস্যায় না পড়ে। সুতরাং উক্ত চাকুরীর অর্থ দ্বারা যারা কুরবানী করেন তাদের সাথে অন্যদের শরীক হওয়ার অনুমতি নেই। তবে ব্যাংক বা ইন্সুরেন্সে চাকুরীজীবির যদি উপার্জনের অন্য কোন মাধ্যম থাকে আর হালাল টাকা দিয়ে শরীক হয় তাহলে তার সাথে কুরবানী দেয়া যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩২৬
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৭, পৃষ্ঠা: ৫০৩
আনুষঙ্গিক ফতোয়া
- হারাম টাকা উপার্জনকারীর সাথে কুরবানী দেয়ার হুকুম কি
- সূদী ব্যাংকে চাকরী করার বিধান কি
- মৃত ব্যক্তির নামে কুরবানী দিলে উক্ত গোস্ত আত্মীয়রা খেতে পারবে কি
- সুদি ব্যাংকে ব্যাংকিং
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- অংশীদারিত্বের কুরবানী
- ক্বিরান ও তামাত্তুকারীদের কুরবানী ব্যাংকের মাধ্যমে করা
- হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা