
প্রশ্ন
যুহর অথবা অন্য যে কোন ওয়াক্তের চার রাকা‘আত বিশিষ্ট সুন্নাত নামাযের দুই রাকা‘আতের পর তাশাহহুদ দরূদ ও দু‘আয়ে মাসূরা পর্যন্ত পড়ে ফেললে সাহু সিজদাহ দিতে হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যুহরের পূর্বে কিংবা জুম‘আর পূর্বের ৪ রাকা‘আত বিশিষ্ট সুন্নাতে মু‘আক্কাদা নামাযে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর দরূদ শরীফ না পড়া চাই। ভুলবশতঃ পড়লে সাহু সিজদাহ দিতে হবে। উল্লেখ্য, জুম‘আর নামাযের পরের চার রাকা‘আত সুন্নাত নামাযে প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়তে হবে কি-না, এ বিষয়ে মতানৈক্য আছে। তবে ভুলে এ নামাযে প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়ে ফেললে সাহু সিজদাহ দিতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ১১৩
- দুররে মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬
- রহীমিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯০
আনুষঙ্গিক ফতোয়া
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া
- দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়া
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ ও দুআয়ে মাসুরা পড়ে ফেললে হুকুম কি
- প্রথম বৈঠকে দরূদ পাঠ ও সিজদায়ে সাহু
- সুন্নতে মুআক্কাদা কাকে বলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কি কেউ গোনহগার হবে
- দুই রাকাত বিশিষ্ট নামাযে তাশাহুদের পর দাঁড়িয়ে গেলে করণীয়
- ইমামের প্রথম ও শেষ বৈঠকে মাসবূক কি পড়বে?