
প্রশ্ন
মুসল্লিরা প্রায় সবাই সিজদার মধ্যে হাঁটুর সাথে কনুই লাগিয়ে সিজদা দেয়, এতে কোন দোষ আছে কি-না জানতে চাই।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পুরুষদের জন্য সিজদার মধ্যে সুন্নাত হলো পেটকে উরু থেকে পৃথক রাখা এবং বাহুদ্বয়কে জমিন, হাটু ও পাঁজড় থেকে পৃথক করে রাখা। কনুইদ্বয়কে মাটিতে বিছিয়ে অথবা হাঁটুর উপরে রাখলে খেলাফে সুন্নাত হওয়ার ফলে মাকরূহ হবে এবং এটা অলসতার পরিচায়ক।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৫
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ৭, পৃষ্ঠা: ২২০
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৯
আনুষঙ্গিক ফতোয়া
- রাতে ঘুমানোর সময় ডিম লাইট জালানো কি সুন্নতের খেলাফ
- সুন্নাত তরীকার খেলাফ নামায পড়া
- একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করার উত্তম নিয়ম
- খেলার মাঠে ঈদের নামায পড়া
- ফরয নামাযের পর সুন্নাত আদায়ে বিলম্ব করা
- সফরে সুন্নত পড়ার আবশ্যকতা
- নামাযে সেজদার তেলাওয়াতের পর যথাসময়ে সেজদা না করলে করনীয়
- নামাজরত অবস্থায় সেজদার আয়াত শুনলে করনীয়