
প্রশ্ন
কুরআন শরীফ পড়ার সময় যখন সিজদার আয়াত আসে তখন মাঝে মাঝে আমি তা মনে মনে পড়ি। আমার জানার বিষয় হল, মনে মনে সিজদার আয়াত পড়ার দ্বারা সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আয়াতে সিজদা মুখে উচ্চারণ না করে মনে মনে জপলে সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয় না। তাই যে সকল ক্ষেত্রে সিজদার আয়াত মনে মনে পড়েছেন ঐ সকল ক্ষেত্রে সিজদা ওয়াজিব হয়নি। উল্লেখ্য, তেলাওয়াতের মাঝে সিজদার আয়াত আসলে তা স্বাভাবিকভাবে তিলাওয়াত না করে মনে মনে পড়ে নেওয়া ঠিক নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮৪
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩২
- হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২২
- শরহুল মুনইয়্যাহ, পৃষ্ঠা: ৫০০
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১০৪
আনুষঙ্গিক ফতোয়া
- নামাজের সিজদার আয়াত পড়া ছাড়া ইচ্ছাকৃত সেজদা দেওয়া
- সেজদার আয়াত টাইপ করলে সেজদা দেওয়া ওয়াজিব হবে কিনা
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- মাসিক স্রাবের সময় সেজদার আয়াত শুনলে করণীয়
- অমুসলিমদের থেকে সেজদার আয়াত শুনলে করণীয়
- অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনা
- সেজদায়ে তিলাওয়াত পড়ার পর রুকুতে চলে গেলে ইমাম ও মুক্তাদীদের নামাযের হুকুম কি
- প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় ব্যাতিক্রম তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি