
প্রশ্ন
আমাদের গ্রামে রমযান মাসে সাহরীর সময় লোকদেরকে জাগ্রত করার জন্য সাইরেন ও বেল বাজানো হয়। এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ কি? আর ঐ আওয়াজ শুনে সাহরী খাওয়া সহীহ আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সাহরীর জন্য সাইরেন বা বেল বাজানো দোষনীয় নয়। তাই তা অনুসরণও নাজায়েয নয়। তবে এ কাজ কোনো বিচক্ষণ লোক দ্বারা করানো চাই। কেননা, এক্ষেত্রে ভুল হলে অনেকের রোযা নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৩৫
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪৮
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৫০
আনুষঙ্গিক ফতোয়া
- ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুপাতে সাহরীর সময় শেষ হতেই ফজরের আজান দেওয়া
- আযানের পূর্বে বা পরে সাইরেন বাজানো
- রামাযান মাসে সাহরীর জন্য মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করা
- শীষ বাজালে, গান গেলে ইবাদত নষ্ট হয় কি-না?
- রামাযানের ক্যালেণ্ডার
- সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট ব্যবহারের হুকুম কি
- রোজা অবস্থায় ব্রাশ করা
- জুম‘আর নামাযের জন্য সায়ী করা