
প্রশ্ন
আমার বাবা আর্থিক ভাবে সক্ষম। কিন্তু শারীরিক ভাবে অক্ষম। উনার ভাগিনা যিনি সৌদি আরবে চাকুরী করেন (রিয়াদে)। এবার উনি আমার আব্বার নামে হজ্জ করেন, আব্বার আদেশ পালনার্থে। এর দ্বারা আব্বার ফরয হ্জ্জ আদায় হলো কি-না? এবং আমাদের টাকা দিতে হবে কি-না? কারণ, উনার (বাংলাদেশ হতে সৌদি আরব) যাতায়াতের খরচ উনার কোম্পানী বহন করেছেন। উনার সমুদয় খরচ আমরা দিতে চাই। কিন্তু এখানে আমাদের জানার বিষয় হলো, উনার যাতায়াতের খরচসহ দিতে হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বর্ণনা অনুযায়ী , আপনার আব্বা যদি নিজের ভাগনেকে রিয়াদ থেকে নিজের পক্ষ হতে হজ্জ আদায় করতে বলে দিয়ে থাকেন তাহলে আপনার আব্বার ফরয হজ্জ আদায় হয়ে গেছে। এখন রিয়াদ হতে মক্কার হজ্জ সম্পন্ন করতে যা খরচ হয়েছে, তা আপনাদের বহন করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৫১৯
- ফাতাওয়া রাহীমিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ২২৯
- শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৬০৪
আনুষঙ্গিক ফতোয়া
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- সৌদি নিবাসী দ্বারা বদলি হজ্জ করানো
- ওসিয়ত ছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ্ব আদায় করা
- সুদী ব্যাংকে বা ইন্সুরেন্সে চাকুরীরত ব্যক্তির সাথে কুরবানী
- মক্কায় অবস্থানরত ব্যক্তির দ্বারা বদলি হজ্ব করানো
- অসুস্থতার কারনে কাউকে দিয়ে বদলি হজ্জ করানোর পর সুস্থ হলে হজ্জ করা জরুরী কিনা
- বদলী হজ্জের ক্ষেত্রে প্রেরণকারী কথা অমান্য করে তামাত্তু বা ইফরাদ হজ্জ করা
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি