
প্রশ্ন
স্ত্রীকে নিয়ে জামা‘আত করলে ইকামত দিতে হবে কি-না? যদি ইকামত দিতে হয় তবে স্বামী ইমাম কর্তৃক ইকামত দিলে হবে কি-না? ইকামত ছাড়া জামা’আত করলে জামা‘আত সহীহ হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
স্ত্রীকে নিয়ে জামা‘আত করলে ইকামত দিতে হবে। এমনকি একা ফরয নামায পড়লেও পুরুষগণ ইকামত দিয়ে নামায পড়বে। যিনি ইমাম হবেন তিনি আযান ও ইকামত দিতে পারেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা‘আ, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২৩
- ফাতাওয়ায়ে রহীমিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৯৮
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ২৮৩
আনুষঙ্গিক ফতোয়া
- কেবল মাত্র স্বামী-স্ত্রীর জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায়
- মুসল্লীদের অনুপস্থিতিতে ইমামের একাকী জামা‘আত করা
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- জামা‘আতের সাথে নফল পড়া
- পরপুরুষের সাথে পালিয়ে যাওয়া স্ত্রীকে পুনরায় গ্রহণকারীর ইমামত
- বাড়িতে জামা‘আতের সাথে তারাবীহের নামায আদায়
- নামাযের মাঝখানে ইমামের উযু ভঙ্গ হলে
- স্বামী বলে তালাক দেবার কথা বলেছে আর স্ত্রী বলে তালাক দিয়ে দিয়েছে এক্ষেত্রে হুকুম কি