
প্রশ্ন
জনৈক ব্যক্তি হঠাৎ বিয়ে করে ফেলেছে। বন্ধু-বান্ধবদের জানানোর সুযোগ পায়নি। একদিন সে তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিল পথিমধ্যে তার এক বন্ধু তাকে বলল, তোমার সাথে এই মেয়েটি কে? সে তখন কৌশলগতভাবে বলল, সে আমার বোন। আমার প্রশ্ন হল, উল্লেখিত অবস্থায় কি তার স্ত্রী হারাম হয়ে গেছে? যদি হারাম হয়ে থাকে তাহলে করণীয় কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
স্ত্রীকে বোন বলার কারণে সে স্বামীর জন্য হারাম হয়ে যায়নি। তবে বোন বলার কারণে দুটি গুনাহ হয়েছেঃ ১. স্ত্রীকে বোন বলা, যা শরীয়তে নিষিদ্ধ। ২. মিথ্যা বলা, যা হারাম কাজ। সুতরাং লোকটিকে তাওবা করে নিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৭০
- আলবাহরুর রায়েক, খন্ড: ৪, পৃষ্ঠা: ৯৮
- ফাতহুল কাদীর, খন্ড: ৪, পৃষ্ঠা: ৯১
- আননাহরুল ফায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫৩
- সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ২,২১০
আনুষঙ্গিক ফতোয়া
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- স্ত্রীর বোনকে বিবাহ করা
- স্বামী-স্ত্রী একে অপরকে ভাই-বোন বলা প্রসঙ্গে
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া
- পরপুরুষের সাথে পালিয়ে যাওয়া স্ত্রীকে পুনরায় গ্রহণকারীর ইমামত
- নির্জনবাসের আগে স্বামী-স্ত্রীর কোনো একজন মৃত্যু বরণ করলে মোহর আদায়
- স্বামী বলে তালাক দেবার কথা বলেছে আর স্ত্রী বলে তালাক দিয়ে দিয়েছে এক্ষেত্রে হুকুম কি