
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
স্ত্রীকে তার আসল নাম ছাড়া তাকে অন্য নামে ডাকার অবকাশ আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন স্ত্রী আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে মাঝে মাঝে ‘হুমাইরা’ (লালবর্ণের সুন্দরী) নামে ডাকতেন। আয়িশা বলেন, ‘কিছু হাবশি বালক মসজিদে খেলাধুলা করছিল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডেকে বললেন, ‘ও হুমাইরা, তুমি কি তাদের খেলাধুলা দেখতে চাও?’ আমি উত্তর দিলাম, ‘হ্যাঁ’। (বাইহাকি, আসসুনানুল কুবরা, ৮৯৫১) কাজি ইয়াজ বলেন, ‘আদর-সোহাগ ও ভালোবাসা প্রকাশার্থেই তিনি হুমাইরা নামে ডেকেছিলেন তাকে’। (মাশারিকুল আনওয়ার, ১/৭০২) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মে আবদুল্লাহ উপনামেও ডাকতেন। আয়িশা বলেন, আব্দুল্লাহ বিন জুবাইরের জন্মের পর তাকে নিয়ে আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম। আবদুল্লাহর মুখের ভিতর তিনি নিজের লালা দিলেন। আব্দুল্লাহর পেটে ঢোকা দুনিয়ায় প্রথম জিনিস ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখের লালা। তিনি বললেন, ‘এ হলো আবদুল্লাহ। আর তুমি হলে উম্মে আবদুল্লাহ’। এরপর থেকে আমাকে এ উপনামেই ডাকা হয়। যদিও কখনো আমার সন্তান হয়নি। (ইবনু হিব্বান, আসসাহিহ, ৭১১৭)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরজ হওয়ার জন্য সম্পদের পরিমাণ
- স্ত্রী স্বামী থেকে টাকার বিনিময়ে (খোলা) তালাক নিতে পারবে কি না
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া
- নির্জনবাসের আগে স্বামী-স্ত্রীর কোনো একজন মৃত্যু বরণ করলে মোহর আদায়
- স্বামী-স্ত্রী একে অপরকে ভাই-বোন বলা প্রসঙ্গে
- স্বামী বলে তালাক দেবার কথা বলেছে আর স্ত্রী বলে তালাক দিয়ে দিয়েছে এক্ষেত্রে হুকুম কি