
প্রশ্ন
স্বামী-স্ত্রী ঝগড়া হলে স্ত্রী যদি স্বামীকে বলে, তুমি আমার বাবা অথবা আমি তোমার মা তাহলে ইসলামের বিধান অনুযায়ী স্বামী-স্ত্রী সম্পর্ক থাকে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এ ধরনের কথা বলা গুনাহ। তবে স্ত্রীর ঐ কথার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়নি। তাদের বৈবাহিক বন্ধন অটুট রয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আসসুনানুল কুবরা বায়হাকী, খন্ড: ৭, পৃষ্ঠা: ৩৬৬
- রদ্দুল মুহতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৭০
- সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ২,২১০
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া
- স্বামীর সম্পূর্ণ অজ্ঞাতসারে কাজী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে বলে লেখে দেয় তবে কি বিধান
- স্বামী বলে তালাক দেবার কথা বলেছে আর স্ত্রী বলে তালাক দিয়ে দিয়েছে এক্ষেত্রে হুকুম কি
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- স্ত্রী কর্তৃক তালাক ও মোহরানা প্রসঙ্গে