
প্রশ্ন
একব্যক্তি তার স্ত্রীর আগের ঘরের মেয়ের মেয়েকে বিবাহ করতে চাচ্ছে। আমার প্রশ্ন হল, তার জন্য ঐ মেয়েকে বিবাহ করা জায়েয হবে কি? জানালে উপকৃত হব। উল্লেখ্য যে, সে তার স্ত্রীর সাথে ঘরসংসার করছে।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
স্ত্রীর পূর্বের স্বামী থেকে যে সন্তানাদি হয়েছে পরবর্তী স্বামীর জন্য তারাও মাহরাম। তাই প্রশ্নোক্ত ব্যক্তির জন্য আগের ঘরের মেয়ের মেয়েকে বিবাহ করা সম্পূর্ণ হারাম। তার সাথে স্ত্রী হিসাবে বসবাস করলে ব্যভিচারের গুনাহ হবে এবং বর্তমান স্ত্রীর সাথেও বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- রূহুল মাআনী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৬৩৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৩৪
- রদ্দুল মুহতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩১
- সূরা: নিসা, আয়াত: ২৩
আনুষঙ্গিক ফতোয়া
- পিতা না থাকা অবস্থায় মা তার নাবালেগ মেয়েকে বিবাহ দিলে বিবাহ সম্পন্ন হবে কি
- স্ত্রীর বোনকে বিবাহ করা
- বিবাহিত মেয়েকে বিবাহে থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে দেয়ার হুকুম
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- দুধ-মা'র স্বামী কখন দুধ-পিতা বলে গণ্য হবে এবং কখন হবে না?
- এক স্ত্রী দুই ছেলে একজন বিবাহিত মেয়ের মাঝে মিরাস কিভাবে বন্টিত হবে
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে