
প্রশ্ন
কয়েক মাস আগে আমার স্ত্রীর আপন মা ইন্তেকাল করেন। এরপর আমার শ্বশুর পুনরায় বিবাহ করেছেন। আমরা এখন শ্বশুরবাড়ি গেলে বর্তমান শাশুড়ি অর্থাৎ আমার স্ত্রীর সৎ মা আমাদের জন্য বিভিন্ন এন্তেজাম করেন। প্রশ্ন হল, আমি কি আমার এই সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারব? তিনি কি আমার মাহরাম?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সৎ শাশুড়ি অর্থাৎ স্ত্রীর সৎ মা মাহরাম নয়। তার সাথে দেখা করা আপনার জন্য বৈধ হবে না। তবে পর্দার আড়াল থেকে সালাম ও সংক্ষিপ্ত কুশল বিনিময় করতে পারবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফে ইবনে আবী শাইবা, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬,৬৭১
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৪, পৃষ্ঠা: ১০৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ৩, পৃষ্ঠা: ৯৮
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৭
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৯
আনুষঙ্গিক ফতোয়া
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া
- রোযা রেখে জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করলে স্বামী স্ত্রীর রোযার বিধান কী
- পুরুষরা যাদের সাথে দেখা করতে পারবে
- স্বামীর সম্পূর্ণ অজ্ঞাতসারে কাজী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে বলে লেখে দেয় তবে কি বিধান
- সালাম ফিরানোর পর কাতার থেকে পিছনে সরে বসা
- রোযা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা ও তার কাযা, কাফফারা
- “আল্লাহর কসম আমি আর তোমার সাথে থাকবো না।” এরকম কথা বলার পর স্ত্রীর সাথে হুকুম কি
- বিধর্মীদের কিভাবে সম্মান দেখাবে তাদের আদাব, নমস্তে বলার হুকুম কি তাদের সালাম দেয়া যাবে কি