
প্রশ্ন
আমার স্বামী মৃত্যুশয্যায় শায়িত। আমি সবসময় তার খেদমতে নিয়োজিত। এখন আমার একান্ত ইচ্ছা, তার ইন্তিকালের পর তাকে নিজ হাতে গোসল দিব। আমি জানতে চাই, আমার জন্য এটা জায়েয হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, আপনার মৃত স্বামীকে আপনি গোসল দিতে পারবেন। বিশুদ্ধ বর্ণনায় এসেছে যে, হযরত আবু বকর রা.-এর ইন্তিকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস রা. তাকে গোসল দিয়েছিলেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুআত্তা মালিক, পৃষ্ঠা: ১৭৯
- সুনানে আবু দাউদ , খন্ড: ৪, পৃষ্ঠা: ৩০
- শরহু মুখতাসারিত তহাবী, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৩
- আলমাবসূত সারাখসী, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৯
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৪
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৯৮
আনুষঙ্গিক ফতোয়া
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- স্বামীর অজ্ঞাতসারে কাজী কর্তৃক তালাকের অধিকার প্রদানের বিধান
- নির্যাতিতা স্ত্রীর তালাক নিয়ে আলাদা হবার পদ্ধতি কি
- পর্দার সমস্যা হলে পিতা মাতা রাজি না হওয়া সত্বেও আলাদা হয়ে যাবে কি
- স্বামীর সম্পূর্ণ অজ্ঞাতসারে কাজী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে বলে লেখে দেয় তবে কি বিধান
- স্বামীর মৃত্যু সংবাদ না পেলে ইদ্দত পালন
- রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া