বিবিধ Fatwa Cover

স্বপ্নে কুকুর কামড়াতে দেখলে ব্যাখ্যা কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ


প্রশ্ন

আমি স্বপ্নে দেখলাম যে, একটি কালো কুকুর আমার ডান পায়ে কামড় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এ স্বপ্নের ব্যাখ্যা কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ স্বপ্নটি ভাল স্বপ্ন নয়। কুকুর কাটতে দেখা মানে হল শত্রু আপনাকে ক্ষতি করতে পারে।(তাবীরুর রুয়া লিইবনে সীরীন) এ কারণে কিছু সদকা করে দেয়া উচিত। আর শত্রু থেকে সাবধানতা অবলম্বন করুন। আল্লাহর উপর ভরসা করুন। ইনশাআল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হিফাযত করবেন।

- والله اعلم باالصواب -