
প্রশ্ন
আমি স্বপ্নে দেখলাম যে, একটি কালো কুকুর আমার ডান পায়ে কামড় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এ স্বপ্নের ব্যাখ্যা কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এ স্বপ্নটি ভাল স্বপ্ন নয়। কুকুর কাটতে দেখা মানে হল শত্রু আপনাকে ক্ষতি করতে পারে।(তাবীরুর রুয়া লিইবনে সীরীন) এ কারণে কিছু সদকা করে দেয়া উচিত। আর শত্রু থেকে সাবধানতা অবলম্বন করুন। আল্লাহর উপর ভরসা করুন। ইনশাআল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হিফাযত করবেন।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- স্বপ্নে সাপে কাটতে দেখার ব্যাখ্যা কি
- স্বপ্ন বলা ও ব্যাখ্যা দেওয়া
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে স্বপ্নে দেখা
- রাসূল সাঃ কে স্বপ্নে দেখা ও দেওয়ানবাগীর স্বপ্নের তাবীর
- রাসূল সাঃ কে স্বপ্নে দেখা এবং কারো বিপদে কাঁদতে দেখার ব্যাখ্যা কি
- বিয়ের জন্য কনে দেখা
- স্বপ্নে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া
- কুকুর পোষার হুকুম কি