
স্বপ্নে খারাপ বিষয় দেখার পর লজ্জাস্থানের অগ্রভাগে বীর্য দেখলে গোসল আবশ্যক হবে কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•পবিত্রতা•
প্রশ্ন
ঘুমে বাজে স্বপ্ন দেখার পর তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে গেলাম। এরপর টয়লেটে যাওয়ার পর দেখলাম গুপ্ত অঙ্গে বীর্য আছে। কিন্তু বের হয় নাই। তারপর আমি এস্তেঞ্জা সেরেছি। এমন অবস্থায় আমার কি গোসল ফরয হয়েছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি বের না হয়, শুধু অগ্রভাগে আসার দ্বারা গোসল করা আবশ্যক হবে। কারণ গুপ্ত অঙ্গের অগ্রভাগে বীর্য আসাই প্রমান করে তা বেরিয়েছে। তাই গোসল করতে হবে। হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ তথা পানি (বের হবার দ্বারা) পানি (শরীরে ঢালা তথা গোসল) আবশ্যক হয়। (সহীহ মুসলিম, হাদীস নং-৩৪৩)
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫৯
- الدر المختار, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬৪
আনুষঙ্গিক ফতোয়া
- রাসূল সাঃ কে স্বপ্নে দেখা ও দেওয়ানবাগীর স্বপ্নের তাবীর
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে স্বপ্নে দেখা
- গোসল করতে অক্ষম ব্যক্তির ফরজ গোসল হলে করণীয়
- স্বপ্নে কুকুর কামড়াতে দেখলে ব্যাখ্যা কি
- সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বের না হলেও কি গোসল করা আবশ্যক
- রাসূল সাঃ কে স্বপ্নে দেখা এবং কারো বিপদে কাঁদতে দেখার ব্যাখ্যা কি
- স্বপ্নে সাপে কাটতে দেখার ব্যাখ্যা কি
- ঘুম থেকে উঠে বিছানায় দাগ দেখে করণীয়