
প্রশ্ন
এক ব্যক্তি স্বপ্নে দেখে স্বীয় স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছে এবং এক পর্যায়ে সে স্বপ্নে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। জানতে চাই, এই ব্যক্তি তার স্ত্রীকে স্বপ্নে তালাক দেওয়ার কারণে তালাক হয়েছে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঘুমন্ত অবস্থায় বা স্বপ্নে স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হয় না । অতএব প্রশ্নোক্ত ব্যক্তির স্বপ্নে দেওযা তালাকও কার্যকর হয়নি। তাদের বিবাহ পূর্বের মতো যথারীতি বহাল রয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে নাসায়ী, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৫৬
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪১১
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৯১
- হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর, খন্ড: ২, পৃষ্ঠা: ১১০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫৩
আনুষঙ্গিক ফতোয়া
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া
- মৌখিকভাবে তালাক দিলে তালাক হয় না
- স্বামী বলে তালাক দেবার কথা বলেছে আর স্ত্রী বলে তালাক দিয়ে দিয়েছে এক্ষেত্রে হুকুম কি
- স্বামীর সম্পূর্ণ অজ্ঞাতসারে কাজী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে বলে লেখে দেয় তবে কি বিধান
- নির্যাতিতা স্ত্রীর তালাক নিয়ে আলাদা হবার পদ্ধতি কি
- মোবাইলে তালাক দিলে কি তা পতিত হয় না
- দুই সময়ে একসাথে দুই তালাক দেয়ার দ্বারা কয় তালাক পতিত হয়
- স্ত্রী কর্তৃক তালাক ও মোহরানা প্রসঙ্গে