
প্রশ্ন
স্ত্রীর ইন্তিকালের পর স্বামী তাকে গোসল দিতে, কাফন-দাফন দিতে পারবে কিনা? এমনিভাবে স্বামীর ইন্তিকালের পর স্ত্রী স্বামীকে গোসল ও কাফন-দাফন দিতে পারবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
স্ত্রীর ইন্তিকালের পর তার গোসল দেওয়ার জন্য যদি কোন মহিলা না পাওয়া যায়, তাহলে শুধুমাত্র সে ক্ষেত্রে স্বামী স্বীয় স্ত্রীর গোসল করাতে পারে। তাছাড়া স্ত্রীকে কাফন পড়ানোর পর থেকে দাফন পর্যন্ত অন্যান্য সব কাজ স্বামী করতে পারবে। আর স্বামীর ইন্তিকালের পর স্ত্রী সর্বাবস্থায় স্বামীর গোসল সহ অন্যান্য কাজ করতে পারবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৯৯৯
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ২১৫
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭২৪
- দারুল উলূম, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪২
আনুষঙ্গিক ফতোয়া
- স্ত্রী স্বামী থেকে টাকার বিনিময়ে (খোলা) তালাক নিতে পারবে কি না
- নির্যাতিতা স্ত্রীর তালাক নিয়ে আলাদা হবার পদ্ধতি কি
- কেবল মাত্র স্বামী-স্ত্রীর জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায়
- স্ত্রী কর্তৃক তালাক ও মোহরানা প্রসঙ্গে
- স্বামী-স্ত্রী একে অপরকে ভাই-বোন বলা প্রসঙ্গে
- স্বামী বলে তালাক দেবার কথা বলেছে আর স্ত্রী বলে তালাক দিয়ে দিয়েছে এক্ষেত্রে হুকুম কি
- স্বামীর সম্পূর্ণ অজ্ঞাতসারে কাজী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে বলে লেখে দেয় তবে কি বিধান
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া