
প্রশ্ন
একজন লোক কি পরিমাণ সম্পদের মালিক হলে, তারা স্বামী-স্ত্রী উভয় অথবা একজনের উপর হজ্জ ফরয হবে? যদি উভযের উপর হজ্জ ফরয হয়, তবে কি তার নিজের স্ত্রীকে না নিয়ে খুশী মনে নিজের বড় ভাইকে হজ্জে নিতে পারবে, যার আর্থিক অবস্থা খুব ভাল নয়। যদি পারে তবে এটা কি ঐ বড় ভাইয়ের জন্য বদলী হজ্জ হবে, না তার নিজ হজ্জ হবে? দলীল-প্রমাণের সাথে জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শরী‘আতের দৃষ্টিতে স্বামী-স্ত্রী উভয়ের মালিকানা ভিন্ন ভিন্ন। সুতরাং স্বামী অধিক সম্পদের মালিক হলে তার স্ত্রীর উপর হজ্জ ফরয হবে না। বরং স্বামী নিজ খুশী মতে যাকে ইচ্ছা তাকেই হজ্জে নিতে পারবে। তবে স্বামীর জন্য যতটুকু সম্ভব স্ত্রীর মন রক্ষা করা উচিৎ। স্ত্রীর হজ্জ পরিমাণ নিজস্ব সম্পদ থাকলে, তা দিয়ে তার উপর হজ্জ করা ফরয হবে। বর্ণিত অবস্থায় স্বামীর বড় ভাই শুধু হজ্জের নিয়্যত করলে তার নিজের হজ্জ বলেই গন্য হবে। একে বদলী হজ্জ বলা হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬২
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩১
আনুষঙ্গিক ফতোয়া
- সামর্থ না থাকা অবস্থায় হজ্ব আদায় করে ফেলে পরবর্তীতে সামর্থ হলেও হজ্ব আবশ্যক হয় কি
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- মহিলার জন্য জমি বিক্রি করে হজ্জ করা
- হজ্জ ফরজ হওয়ার আগে ফরজ হজ্জ আদায়
- সম্পদের একবছর অতিবাহিত হওয়ার আগে চুরি গেলে তার উপর যাকাত
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- সাফা-মারওয়া সাঈ না করে হজ্জ পালন করা