বিবাহ-তালাক Fatwa Cover

স্বামী-স্ত্রী একে অপরকে ভাই-বোন বলা প্রসঙ্গে

মাসিক আল কাউসারবিবাহ-তালাক


প্রশ্ন

স্বামী-স্ত্রী একে অপরকে দুষ্টুমি করে ভাই বোন বলে সম্বোধন করলে কোনো সমস্যা আছে কি না? যেমন, স্ত্রী যদি তার স্বামীকে এই বলে ডাকে যে, ভাই এদিকে আসেন।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্বামী-স্ত্রী একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করা নিষেধ। এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে সম্বোধন করতে নিষেধ করেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৯৫৩১) তাই দুষ্টুমির ছলেও এভাবে সম্বোধন করা থেকে বিরত থাকবে। উল্লেখ্য, এভাবে বলে ফেললে এর কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সুনানে আবু হাদীস, খন্ড: , পৃষ্ঠা: ২,২১০
  • মাআলিমুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৯১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৯৮
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৭০