
প্রশ্ন
কেউ যদি 'স্লামু আলাইকুম' বলে সালাম দেয় তাহলে কী এর উত্তর দিতে হবে? এক ব্যক্তি থেকে শুনেছি, এভাবে সালাম দিলে উত্তর দেওয়া লাগবে না।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এভাবে সালাম দেওয়া ঠিক নয়। শুদ্ধ উচ্চারণে স্পষ্টভাবে সালাম দিতে হবে। তবে কেউ যদি প্রশ্নোক্ত অশুদ্ধ উচ্চারণে সালাম দেয় তবুও সালামের উত্তর দিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: ৪, পৃষ্ঠা: ২০৭
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২৫
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪১৬
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে মহিলারা কতটুকু হাত উঠাবে ও বৈঠক কিভাবে করবে
- আল্লাহর রাস্তায় একটা আমল করলে ৪৯ কোটি গুন আমলের সওয়াব হয়’ এর দলিল কি
- তাবলীগী ভাইয়েরা কুরআন হাদীসের আয়াত না বলে বয়ানে শুধু মুরুব্বীরা বলেন! মুরুব্বীরা বলেন! একথা বলে কেন
- জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে জানতে চাই
- মুসলিম মেয়ের জন্য হিন্দু ছেলেকে বিবাহ করার হুকুম এবং হিন্দুদের দ্বীনের পথে দাওয়াত দেয়ার পদ্ধতি
- দ্বীনী শিক্ষার জন্য মাহরাম ছাড়া সফরের দূরত্বে মহিলাদের বসবাস করার হুকুম কি
- না জেনে সময় শেষ হবার পরও সেহরী খেলে হুকুম কি
- নাপাকির উপর পড়ে যাওয়া কাপড়ে নামায আদায়