
প্রশ্ন
সৎমায়ের আপন বোনকে (খালাকে) বিবাহ করা জায়েয আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, সৎ মায়ের বোনকে বিবাহ করা জায়েয আছে। কেননা, তারা পরস্পর মাহরাম নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাফসীরে তাবারী, খন্ড: ৪, পৃষ্ঠা: ১২
- ইমদাদুল আহকাম, খন্ড: ২, পৃষ্ঠা: ২৪৭
- মাজমুআতুল ফাতাওয়া লাখনভী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩
- সূরা: নিসা , আয়াত: ৩৪
আনুষঙ্গিক ফতোয়া
- সৎ খালাকে বিবাহ করা
- খালাতো ভাই ফুফাতো বোনের মেয়েকে বিয়ে করা
- দুধ ভাইয়ের বোনকে বিবাহ করা
- গায়রে মাহরামের সাথে হজ্জের সফর করা
- স্ত্রীর বোনকে বিবাহ করা
- ছেলের শ্বশুরীকে বিবাহ করার হুকুম কি এতে করে ছেলের বিবাহে কোন প্রভাব পড়বে কি
- বিবাহিত মেয়েকে বিবাহে থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে দেয়ার হুকুম
- ব্যক্তির ইসলাম গ্রহণ এবং বিবাহ