বিবাহ-তালাক Fatwa Cover

সৎমায়ের আপন বোনকে (খালাকে) বিবাহ করা

মাসিক আল কাউসারবিবাহ-তালাক


প্রশ্ন

সৎমায়ের আপন বোনকে (খালাকে) বিবাহ করা জায়েয আছে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, সৎ মায়ের বোনকে বিবাহ করা জায়েয আছে। কেননা, তারা পরস্পর মাহরাম নয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • তাফসীরে তাবারী, খন্ড: , পৃষ্ঠা: ১২
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ২৪৭
  • মাজমুআতুল ফাতাওয়া লাখনভী, খন্ড: , পৃষ্ঠা: ২৩
  • সূরা: নিসা , আয়াত: ৩৪