যাকাত-ফিতরা Fatwa Cover

সৎ মাকে যাকাত দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা


প্রশ্ন

জনৈক ব্যক্তি যাকাতের টাকা থেকে একটি কাপড় ক্রয় করে তার সৎ মাকে দিয়েছে। জানতে চাই যে, সৎ মাকে যাকাত দেওয়া জায়েয কি না এবং দিলে যাকাত আদায় হবে কি না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, সৎ মা যদি যাকাত গ্রহণের উপযুক্ত হন তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। যাকাত ও অন্যান্য ওয়াজিব সদকা দরিদ্র আত্মীয়দেরকে দেওয়া অধিক সওয়াবের কাজ।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯০