যাকাত-ফিতরা Fatwa Cover

সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি না?

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা


প্রশ্ন

আমরা জানি, মা-বাবা, ছেলে-মেয়ে এদের কাউকে যাকাত দেওয়া যায় না। প্রশ্ন হল, সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, সৎ মা আর্থিকভাবে যাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে যাকাত দেওয়া যাবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৬২
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২০৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮৮
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৬