
প্রশ্ন
আমরা জানি, মা-বাবা, ছেলে-মেয়ে এদের কাউকে যাকাত দেওয়া যায় না। প্রশ্ন হল, সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, সৎ মা আর্থিকভাবে যাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে যাকাত দেওয়া যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭৩
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬২
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৯
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮৮
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪৬
আনুষঙ্গিক ফতোয়া
- সৎ মাকে যাকাত দেওয়া
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- আত্মীয়-স্বজনদের মধ্যে কারা যাকাত পাবে না?
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না
- পিস টিভিতে যাকাত দেয়া যাবে কি
- যাকাতের যোগ্য না হয়েও যাকাত গ্রহন
- দান সদকা কাদের দেয়া যাবে