
প্রশ্ন
আমি হজ্বে যাওয়ার জন্য ব্যাংকে ৩ লক্ষ টাকা জমা করেছি। ভিসার কাগজপত্রে সমস্যার কারণে এ বছর হজ্বে যাওয়া হয়নি। আগামী বছর যাওয়ার নিয়ত করেছি। আমার জানার বিষয় হল, বছর অতিবাহিত হলে হজ্বে যাওয়ার জন্য ব্যাংকে জমাকৃত টাকার যাকাত আদায় করতে হবে কি? জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, বছর অতিবাহিত হলে উক্ত টাকার যাকাত আদায় করা ফরয হবে। হজ্বের উদ্দেশ্যে জমা করা হলেও যেহেতু তা খরচ হয়নি এবং পুরো বছর জমা ছিল তাই ঐ টাকার যাকাত দিতে হবে। উল্লেখ্য, যদি টাকাগুলো কোনো হজ্ব এজেন্সিকে খরচ বাবদ অগ্রিম দিয়ে দেওয়া হত সেক্ষেত্রে এ টাকার যাকাত দিতে হত না।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে আবু দাউদ, খন্ড: ১, পৃষ্ঠা: ২২১
- ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৮৪
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪০
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৪
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬১
আনুষঙ্গিক ফতোয়া
- হজ্জের জন্য সংগৃহীত টাকার উপর যাকাত
- সুদের টাকার উপর যাকাত
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- সুদের টাকার বিধান, সুদের টাকা দিয়ে হজ্ব ও সাইয়্যেদ বংশীয়কে যাকাত দেয়া প্রসঙ্গে
- প্রভিডেন্ট ফান্ডের উপর কি যাকাত আবশ্যক হয়
- ভাড়া বাসার এডভান্সের যাকাত কার উপর আবশ্যক
- ঋণ দেওয়া টাকার উপর যাকাত
- ঋণের টাকার উপর আসা যাকাতে আদায়ের নিয়ম