হজ্জ Fatwa Cover

হজ্জের জন্য সংগৃহীত টাকার উপর যাকাত

ইসলামী জিন্দেগীহজ্জ


প্রশ্ন

কোন ব্যক্তি হজ্জ করার জন্য টাকা সংগ্রহ করেছে কিন্তু ঘটনাক্রমে এ বছর যাবে না। টাকাগুলো কারো নিকট জমা রেখেছে অথবা সুদমুক্ত ব্যাংকে জমা রেখেছে। এখন প্রশ্ন হলো, উক্ত টাকার যাকাত দিতে হবে কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, উক্ত টাকা খরচ না হওয়া প্রর্যন্ত তার যাকাত দিতে হবে। অবশ্য যদি তা ঋন হিসাবে গ্রহন করে থাকেন, তাহলে উক্ত ঋন বাবদ টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকা যাকাতের ফরয পরিমান টাকা হলে যাকাত দিতে হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • নিযামুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৩