
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সময় মুসাফির হিসেবে মিনা ও আরাফা ময়দানে নামায কসর পড়েছেন। তার পরে হযরত আবূ বকর রা. ও উমর রা. প্রত্যেকে নিজের শাসন আমলে উভয় স্থানে কসর পড়েছেন। তার পর হযরত উসমান রা. ও উভয় স্থানে হজ্জের সময় কসর পড়তে থাকেন। এর পর তিনি যখন মিনা শহরে বিবাহ করেন তার পর থেকে তিনি নিজের মুকীম মনে করে হজ্জের সময় মিনাতে চার রাকা‘আত পড়তে শুরু করেন এবং কসর পড়া বাদ দেন। হজ্জের সময় মুকীমদের জন্য কসর পড়ার হুকুম হলে হযরত উসমান রা. কেন কসর পড়লেন না। শুধু বিবাহ করে সে শহরে স্ত্রীর জন্য আবাস না করে উক্ত শহরে মুকীম হওয়ার ব্যাপারে অনেকের আপত্তি থাকলেও মুকীমগণ মিনা ও আরাফাতে পূর্ণ নামায পড়বেন। এ সম্পর্কে কোন সাহাবী থেকে মতভেদ শোনা যায় নি। এসব হাদীসের ভিত্তিতে চার ইমামের তিনজনই মিনা ও আরাফাতে শুধুমাত্র মুসাফিরদের জন্য কসর করার নির্দেশ দিয়েছেন। মুক্বীমদের জন্য পূর্ণ চার রাকা‘আত পড়ার নির্দেশ দিয়েছেন এবং এটাই নির্ভরযোগ্য মত। অবশ্য এ ব্যাপারে ইমাম মালেক রা. ভিন্নমত পোষণ করেন। তিনি মুকীম ও মুসাফির সকলের জন্য হজ্জের সময় মিনা, মুযদালিফা ও আরাফাতে কসর পড়ার নির্দেশ দিয়েছেন। প্রমাণ হিসেবে বললেন, হারেছা ইবনে ওয়াহহাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা বিদায় হজ্জে মিনায় নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে দু’রাকা‘আত পড়েছি। কিন্তু অন্যান্য ইমামদের পক্ষ থেকে এর কয়েকটি উত্তর দেয়া হয়েছে। (১) তিনি মক্কার অধিবাসী কি-না তার উল্লেখ নাই। (২) “আমাদের” শব্দটি দ্বারা উদ্দেশ্য যারা হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম –এর সাথে এসে ছিলেন তারাও হতে পারেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাহারী শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৯
- আবূ দাঊদ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭০
- আল-ফিকহু আলাল মাযাহিবলি আরবা’আহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৭৩
আনুষঙ্গিক ফতোয়া
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- পেনশনের টাকা দ্বারা হজ্জ করা
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- অসুস্থতার কারনে কাউকে দিয়ে বদলি হজ্জ করানোর পর সুস্থ হলে হজ্জ করা জরুরী কিনা
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি
- জমি বিক্রি করে হজ্জ করা
- সাফা-মারওয়া সাঈ না করে হজ্জ পালন করা