
প্রশ্ন
ইমাম আবূ হানীফা রহ. সর্বজন স্বীকৃত ইমামে আযম। আমরা জানি, তাঁর মাযহাব সকল মাযহাবের উর্ধ্বে। প্রশ্ন হলো, ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন হলো হজ্জ। তা কেন হানাফী মাযহাব অনুযায়ী আদায় করা হয় না? বরং অন্য মাযহাবের ইমাম দ্বারা আদায় করা হয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিশ্বের সকল হানাফী মাযহাবের অনুসারী মুসলমানগণ হানাফী মাযহাব অনুযায়ী হজ্জ সম্পাদন করে থাকেন। হজ্জের যে সমস্ত ফরয, ওয়াজিব ও সুন্নাত আছে, ওগুলো পালন করতে কোন হানাফীকে তার মাযহাব ছাড়তে হয় না। বরং সে তার নিজ মাযহাব অনুযায়ী স্বাধীনভাবে হজ্জ পালন করতে পারে। কাজেই আপনার প্রশ্ন “হজ্জ কেন হানাফী মাযহাব অনুযায়ী আদায় করা হয় না“ ঠিক নয়। জামা‘আতের সাথে নামায আদায় করেত ইমাম লাগে। কিন্তু হজ্জ করতে কোন ইমামের ইকতিদা লাগে না। প্রত্যেকে আলাদাভাবে তার কাজ সম্পাদন করে। তবে নামাযের সময় নামায পড়া এটা ভিন্ন কথা। এটা হজ্জের কোন ফরয বা ওয়াজিব নয়। এটা ওখানের মসজিদে পড়তে চাইলে অন্য মাযহাবের ইমামের ইকতিদায় পড়তে হয়। আর এতে কোন দোষ নেই। চার মাযহাবের সকল মাযহাবেই এর স্বীকৃতি আছে যে, এক মাযহাব মান্যকারী সাধারণতঃ অন্য মাযহাবের ইমামের পিছনে ইকতিদা করতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- দারুল উলূম, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩০৬
- শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৬৩
- ফাতাওয়া আযীযিয়া, পৃষ্ঠা: ৪৬৩
আনুষঙ্গিক ফতোয়া
- দারুল উলুম দেওবন্দ সম্পর্কে মিথ্যাচারঃ মাযহাব ভিন্ন হলে পরস্পর বিবাহ শুদ্ধ নয়
- এক মাযহাবের লোকের জন্য অন্য মাযহাবের লোকদের ইমামতী
- উমরা আদায়কারীকে হাজী বলে সম্বোধন করা
- ঋণ নিয়ে হজ্ব আদায় এবং ফরজ হজ্ব
- ঋন করে করা হজ্বের দ্বারা ফরজ হজ্ব আদায়
- অসুস্থতার কারনে কাউকে দিয়ে বদলি হজ্জ করানোর পর সুস্থ হলে হজ্জ করা জরুরী কিনা
- চার ইমামের চার মাযহাবের কারণে বিভক্তি ছড়িয়ে পড়েছে এজন্য চার ইমামকেই ছেড়ে দিতে হবে একতা রক্ষার জন্য”
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়